4:00 pm , March 17, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল সাহিত্য সংসদ (বসাস) আয়োজিত সাহিত্যে কিছুক্ষণ আড্ডায় জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু হয়। সাধারণ সম্পাদক আরিফ আহমেদ বরিশালের বরেণ্য কবি আবু জাফর ওবায়দুল্লাহ এর আমি কিংবদন্তীর কথা বলছি আবৃত্তি করেন এবং কবির জন্মস্থান বরিশালের বাবুগঞ্জ জানিয়ে আগামীতে কবির উপর দীর্ঘ আলোচনা ও পাঠের আহ্বান জানান। এসময় সহসভাপতি কাজী মিজানুর রহমান খান বাহাদুর হেমায়েতউদ্দিন আহমেদ, কামিনী রায়, সুফিয়া কামালসহ বরিশালের বরেণ্য কবি ও লেখকদের নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আগামী ঈদুল ফিতর পর্যন্ত সংগঠনের আড্ডা স্থগিতের ঘোষণা দেন। এসময় সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের পরপর কয়েকটি আসরে অনুপস্থিতির কারণে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন সাধারণ সম্পাদক। তাৎক্ষণিক আহ্বায়ক কমিটিতে কাজী মিজানুর রহমানকে আহ্বায়ক এবং শাকিল মৃধাকে যুগ্ম আহ্বায়ক করা হয়। সদস্য সচিব আরিফ আহমেদ। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন কার্যকরী পরিষদ গঠনের দায়িত্ব দেয়া হয়েছে শাকিল মৃধাকে। এসময় কবি জিল্লুর রহমান জিল্লুর, কবি বিজন বেপারী, শিক্ষক ও সাহিত্য অনুরাগী মুনির হোসেনসহ নতুন অতিথিরা উপস্থিত ছিলেন।