ভোলায় বাস চাপায় কলেজ ছাত্রীসহ নিহত ৪ ভোলায় বাস চাপায় কলেজ ছাত্রীসহ নিহত ৪ - ajkerparibartan.com
ভোলায় বাস চাপায় কলেজ ছাত্রীসহ নিহত ৪

3:59 pm , March 17, 2023

মো. আফজাল হোসেন, ভোলা ॥ ভোলায় যাত্রিবাহী বাসের চাপায় অটোরিকশার দুই কলেজ ছাত্রীসহ ৪ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ভোলার বাংলাবাজারের  জয়নগর পলিটেকনিক কলেজের সামনে এঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ৪ ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। চালকসহ বাসটি আটক করেছে পুলিশ। নিহতরা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কয়সর মাতব্বরের মেয়ে রিমা (১৭), একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫) এবং অটোরিকশার চালক মো. আবদুল কাদের। নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে একটি অটো রিকশায় করে রিমা ও শিখা বাংলাবাজার হালিমা খাতুন কলেজে যাচ্ছিলো। এ সময় শ্যামলি পরিবহনের বাস ভোলা থেকে চরফ্যাশন যাবার পথে অটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে কলেজ ছাত্রী রিমা ও শিখা এবং মাংস বিক্রেতা মো. কালাম মারা যায়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় অটো চালক আব্দুর কাদের। এদিকে ঘাতক বাসটি দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘাতক বাস ও বাসের চালক মো: আলামিন গাজীকে আটক করে।
এ ঘটনায় ক্ষুব্ধ    বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা রাস্তার উপর গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। শুধু তাই নয়, ঘাতক বাস চালক এবং রাস্তার কাজ শেষ না হওয়ায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ ঠিকাদারের বিচারের দাবীতে বিক্ষোভ করে। বিক্ষোভের মুখে ফায়ার সার্ভিসকর্মীসহ পুলিশ সদস্যরা অসহায় হয়ে পড়েন।
এক পার্যায়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামানসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে নিয়ে পুলিশ ৪ ঘন্টা পর পরিস্থিতি শান্ত করে। ৪ ঘন্টা পর রাস্তা থেকে লাশ সরিয়ে নেয় বিক্ষোভকারীরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  এ বিষয়ে দৌলতখান থানার ওসি মো: জাকির হোসেন বলেন, নিহতের স্বজনরা কোন অভিযোগ না দেয়ায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। একই সাথে আটককৃত চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT