3:57 pm , March 17, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে আগুনে পুড়ে নিঃস্ব পরিবারকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘর নির্মানে ঢেউটিন ও অর্থ সহায়তা দেয়া হয়েছে। ভিডিও কলে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে আবেগ আপ্লুত হয়ে কান্না জড়িত কন্ঠে ক্ষতিগ্রস্থরা বলেন “ কথা দিয়ে কথা রাখেন আমাদের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সম্প্রতি নগরীর নতুনবাজার আদি শশ্মানের পিছনের এলাকায় অগ্নিকান্ডে পুড়ে নিঃস্ব হয় ৮ টি পরিবার। খবর শুনে যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এরপর আগুনে পুড়ে যাওয়া ৮ টি পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের ঘর তৈরীর জন্য যাবতীয় ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার দুপুর ১২ টায় পুড়ে যাওয়া নিঃস্ব ৮ পরিবারের ঘর নির্মানের জন্য প্রতি পরিবারকে ৪ বান ঢেউটিন ও অর্থ সহায়তা দেন পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের ৯জন কাউন্সিলর, বরিশাল জেলা পরিষদের সদস্য, বরিশাল জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দুপুর ১২ টায় বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন এর বাসভবন প্রাঙ্গণে আগুনে পুড়ে যাওয়া নিঃস্ব ৮ পরিবারের মাঝে নতুন করে ঘর নির্মানের জন্য ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারের মাঝে ৪ বান ঢেউটিন ও অর্থসহায়তা প্রদান করার সময় আবেগঘন হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কান্না জড়িত কন্ঠে স্থানীয় সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা বলেন, যখন তাদের ঘরসহ সম্বল আগুনে পুড়ে ছাই হয়েছে, কেউ তাদের সামান্য খোঁজ খবরও নেননি। শুধু মাত্র খান মামুন গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা করেন এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী তাদের জন্য ঘর তৈরী করতে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করেছেন। তারা আক্ষেপের সাথে বলেন, নগরীতে অনেক নেতা আছে, যারা শুধু কথায় এবং ভোটের আগেই তাদের নানা স্বপ্ন দেখিয়ে অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু সত্য কথা হচ্ছে তাদের দুঃসময়ে কেবল কথা রাখেন এমপি জাহিদ ফারুক ও খান মামুন। তারা এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন। প্রয়োজনে তাদের আরো সাহায্য সহোযোগিতা করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।