3:56 pm , March 17, 2023

বিশেষ প্রতিবেদক ॥ সকাল থেকেই উৎসব আয়োজনে মেতেছিলো নগরীর প্রায় প্রতিটি বিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বরিশালে দোয়া মোনাজাত, সাংস্কৃতিক প্রতিযোগিতা, র্যালি, সাইকেল র্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণের মাধ্যমে পালন করা হয়েছে।
সকাল ৯টায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পুকুর পাড়ের দলীয় কার্যালয়ের সামনের প্রতিকৃতিতে। একই সময় বরিশাল সার্কিট হাউজের সামনে থেকে বিভাগীয় কমিশনার আমিন উল আহসান ও জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে র্যালি বের করা হয়। বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করেন প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে দিনটি উপলক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষ থেকে যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক মামুন সম্প্রতি নগরীতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে টিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে মাহমুদুল হক খান মামুন এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হেসেন এর সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম শুভেচ্ছা বক্তব্য দেন। এসময় ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার আনোয়ার হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক বিশেষ অতিথির বক্তৃতা করেন।
বিকেল সাড়ে তিনটায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর নেতৃত্বে সাইকেল র্যালি নগরীর অলিগলি প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
দিবসটি উপলক্ষে নগরীর সব মসজিদে জুম্মার পর বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক সংগঠনগুলো সন্ধ্যায় সংগীত, নৃত্য ও নাটকের প্রদর্শনী করেছেন। কীর্তনখোলা নদীর পাড়ে মুক্তিযোদ্ধা পার্কে বরিশাল সাহিত্য সংসদ আলোচনা ও কবিতা পাঠের উম্মুক্ত উৎসব করেছে।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতির জনকের জীবনী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে আলোচনা, চিত্রাংকন, কুইজ, রচনা, বিতর্ক, কবিতা আবৃতির আয়োজন করা হয়। হাসপাতাল, এতিমখানা, শিশু পরিবার, কারাগারসহ অনুরূপ প্রতিষ্ঠানে মিষ্টি বিতরণ ও বিশেষ খাবার পরিবেশন করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ মোনাজাত ও দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়।
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকাধীন ভবনে আলোকসজ্জা করা হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।