3:43 pm , March 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল সেট উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নে এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ফিরিয়ে দেয়া হয়। বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকায় ব্যাটালিয়নের কার্যালয়ে ওই অনুষ্ঠান হয় বলে জানিয়েছেন পরিদর্শক শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ।
তিনি জানান, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে হারানো মোবাইল ফোন সেট উদ্ধারের প্রযুক্তি রয়েছে। ব্যাটালিয়ন পুলিশ বরিশাল মহানগরীর চার থানাসহ বিভাগের ৬ জেলার সকল থানা এলাকায় মোবাইল ফোন হারানোর জিডির তদন্ত করতে পারবে।
পরিদর্শক ফয়সাল বলেন, প্রতিটি থানায় এ সংক্রান্ত একটি চিঠিও দেয়া হয়েছে। তাদের থানায় মোবাইল হারানোর জিডির তদন্ত ও উদ্ধার কাজে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহায়তা করবে।
এছাড়াও মোবাইল ফোন সেট হারানোর পর থানায় জিডি করে ব্যক্তিরা যদি তাদের সাথে যোগাযোগ করে তাদেরও সহায়তা দেয়া হয়।
পরিদর্শক ফয়সাল জানান, এ রকম ১৭ টি মোবাইল ফোন সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল হস্তান্তরের পূর্বে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন,পুলিশ জনগনের বন্ধু, জনগনের সেবক। জনগনের সেবা করতে পুলিশ দিনরাত কাজ করে।
তিনি বলেন, কারো মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত থানায় জিডি করবেন অথবা মৌখিকভাবে জানাবেন। কোন অভিযোগ পাওয়ার সাথে সাথে তারা (আর্মড পুলিশ) কাজ শুরু করবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে কমান্ডিং অফিসার আরো বলেন, সামাজিক অপরাধ হ্রাস করতে সাইবার অপরাধীদেরকে আইনের আওতায় আনতে কাজ করছি। দেশের বিভিন্ন স্থান থেকে এ মোবাইল ফোন গুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের এ কার্যক্রম চলমান থাকবে। সাইবার অপরাধ, আইডি হ্যাক, ব্লাক মেইল, কোন প্রতারণার শিকার বা যে কোন ক্রাইমের শিকার হলে আপনারা ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নে জানাবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী,সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা,সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে,পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ।