3:41 pm , March 16, 2023

পরিবর্তন ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বরিশাল জেলা প্রশাসন নানা কর্মসূচির মাধ্যমে উদ্?যাপন করবে।আজ ১৭ মার্চ সকাল নয়টায় সার্কিট হাউজ থেকে বঙ্গবন্ধু উদ্যানে শিশু-কিশোর সমাবেশ ও আনন্দ র্যালি বের হবে।সকাল নয়টা ৩০মিনিটে বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। ঐদিন দুপুরে হাসপাতাল, কারাগার, শিশু পরিবার এতিমখানাসহ অনুরূপ প্রতিষ্ঠানসমূহে মিষ্টি বিতরণ ও উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।জাতীয় শিশু দিবসের কর্মসূচির মধ্যে জুম‘আ নামাজের পরে বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত করা হবে। অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা সভা, দেওয়াল পত্রিকা, স্মরণিকা প্রকাশ, ক্যুইজ, রচনা প্রতিযোগিতা, বিতর্ক, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, আনন্দভোজ, শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা হবে।এসকল অনুষ্ঠানে জাতির জনকের ৭ মার্চের ভাষণ প্রচার করা হবে।দিবসের আয়োজনের মধ্যে আরও রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক ভ্রাম্যমাণ পুস্তক প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, ৭ মার্চের ভাষণ প্রচার, শিশুদের সাথে জাতির জনকের ছবি প্রদর্শন। সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে সৌন্দর্যবর্ধন, সাজসজ্জা ও আলোকসজ্জা করা হবে।বরিশাল জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।