3:41 pm , March 16, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপনে বরিশাল বেতার আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। আয়োজনমালায় থাকছে আলোচনা/সাক্ষাৎকার, গীতিনকশা, কবিতা আবৃত্তি, প্রামাণ্য, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল পৌনে আটটায় সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘গণমানুষের নেতা বঙ্গবন্ধু’, সকাল সোয়া আটটায় বঙ্গবন্ধুকে নিবেদিত গানের অনুষ্ঠান ‘শোন একটি বীরের গল্প’; সকাল ১০ টায় বঙ্গবন্ধুকে নিবেদিত গানের অনুষ্ঠান ‘মুজিব তো নয় শুধু একটি নাম’; সকাল সাড়ে ১০টায় মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিনকশা ‘হে জাতির পিতা’; বিকেল ৪টায় গীতিনকশা ‘মুক্তির দিশারী শেখ মুজিব’; বিকেল পৌনে পাঁচটায় বঙ্গবন্ধুকে নিবেদিত গানের অনুষ্ঠান ‘হে মহান নেতা’; বিকেল সোয়া ৫টায় কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘সে নাম শেখ মুজিব’; বিকেল সাড়ে ৫টায় আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও সোনার বাংলা’; রাত ১০ টায় গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ‘জয় মুজিবের জয়’; রাত সাড়ে ১০টায় প্রামাণ্য অনুষ্ঠান ‘বেতার বিবরণী’; রাত পৌনে ১১টায় বঙ্গবন্ধুকে নিবেদিত গানের অনুষ্ঠান ‘ছোট্ট খোকা’। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যক্রম রীলে করা হবে সকাল ৯ টায় প্রচার করা হবে। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং ইধহমষধফবংয ইবঃধৎ অঢ়ঢ় এর মাধ্যমে।