দুই মেয়েকে নিয়ে মডেল মসজিদে নামাজ আদায়ের সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নারী মুসল্লি আফরোজা দুই মেয়েকে নিয়ে মডেল মসজিদে নামাজ আদায়ের সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নারী মুসল্লি আফরোজা - ajkerparibartan.com
দুই মেয়েকে নিয়ে মডেল মসজিদে নামাজ আদায়ের সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নারী মুসল্লি আফরোজা

3:40 pm , March 16, 2023

কেএম আজাদ রহমান, আগৈলঝাড়া ॥ প্রধানমন্ত্রী; “যখন অন্যান্য বাবাকে দেখি, তারা তাদের ছেলে সন্তানের হাত ধরে মসজিদে নামাজ আদায় করতে নিয়ে যায়, তখন আমার মনটা খারাপ হয়ে যায়। কেননা আমার দুটি কন্যা সন্তান। আমার যদি পুত্র সন্তান থাকতো, তাহলে আমার পুত্র সন্তানরাও তার বাবার হাত ধরে মসজিদে নামাজ আদায় করতে যেত। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় বরিশালের আগৈলজাড়ায় মডেল মসজিদ নির্মাণ করায় আজ আমার মনের দুঃখের অবসান ঘটল। আগৈলঝাড়ার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করায় সেখানে মহিলাদের জন্য আলাদা নামাজ আদায় করার ব্যবস্থা থাকায়, এখন থেকে আমিও আমার দুই মেয়ের হাত ধরে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবো”। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে তৃতীয় ধাপে ৫০টি মডেল মসজিদ উদ্বোধনের সময় আগৈলঝাড়ায় স্থানীয় মুসল্লিদের মতবিনিময় সভায় এসব কথা বলেন স্থানীয় নারী মুসল্লি ও উপজেলার উত্তর শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আগৈলঝাড়ায় এসে একদিন সকল নারী মুসল্লিদের সাথে প্রধানমন্ত্রীকে এক ওয়াক্ত নামাজ আদায় করার অনুরোধ করেন আফরোজা। এছাড়াও উপজেলার ছয়গ্রাম গ্রামে দৃষ্টিপ্রতিবন্ধি মুসুল্লী সুমন হাওলাদার ভার্চুয়ালের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি অন্ধ, চোখে দেখি না! আজ আপনি সমগ্র মুসলিম উম্মার কথা চিন্তা করে সারা বাংলাদেশে এই মডেল মসজিদ নির্মাণ করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ। এই মডেল মসজিদ আমি চোখে না দেখতে পেলেও অনুভব করতে পারি। আপনি এই মসজিদে নারী-পুরুষের পাশাপাশি প্রতিবন্ধিদের জন্যও যে আলাদা আলাদা নামাজ আদায়ের সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। মহান আল্লাহ্ যেন আপনাকে হায়াতে তাইয়েবা দান করেন। মাননীয় প্রধানমন্ত্রী আমার জীবনের শেষ ইচ্ছা- আমি আপনার সাথে দেখা করতে চাই।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কথা শোনেন এবং বলেন আমি বরিশালের আগৈলঝাড়া আগেও গিয়েছি ভবিষ্যতে আগৈলঝাড়ায় গেলে অবশ্যই আপনাদের সাথে দেখা করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT