3:39 pm , March 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির বার্তা নিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এলাকায় শুরু হয়েছে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম।গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল নগরীর পনেরটি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়। ৪৭০ টাকার প্যাকেজে দেয়া হচ্ছে ৫০ টাকা দামে ১ কেজি ছোলা, ৬০ টাকা দামে ১ কেজি চিনি, ৭০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল।প্রথম দিনে সিটি কর্পোরেশনের ০১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডে পণ্য দেয়া হয়।আজ শুত্রবার ১৬ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি করা হবে।গতকাল সকাল থেকে নির্ধারিত ওয়ার্ড গুলোতে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই পণ্য দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।