মেঘনার অভয়াশ্রমে ৫টি ট্রলারসহ ৩১ জেলে আটক মেঘনার অভয়াশ্রমে ৫টি ট্রলারসহ ৩১ জেলে আটক - ajkerparibartan.com
মেঘনার অভয়াশ্রমে ৫টি ট্রলারসহ ৩১ জেলে আটক

3:39 pm , March 16, 2023

মো. আফজাল হোসেন, ভোলা ॥ তুজমিদ্দনের মেঘনা নদীর অভ্যায়শ্রম এলাকায় মাছ ধরার অপরাধে ৫টি নৌকাসহ ৩১ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদেরকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।
ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে অভায়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ নিধনের অপরাধে যৌথ অভিযানে ৩১ জেলেকে আটক করা হয়েছে। এসময় মাছ ধরার কাজে ব্যবহার করা ৫টি নৌকা জব্দ করা হয়। আটককৃত সবারই বাড়ি জেলার মনপুরা উপজেলার রামনেওয়াজ হাজিরহাট এলাকায়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে জরিমানা ও ৩ শিশুর অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৮ জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT