3:44 pm , March 15, 2023

খবর বিজ্ঞপ্তি ॥ বিশ্বের সর্ববৃহৎ ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) দিল্লি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন বরিশালের সন্তান ইরফান রহমান গত ১৩ মার্চ এবিভিপি দিল্লির সাধারণ সম্পাদক শ্রী আকশিত ডাহিয়া ও কার্যকর্তা শ্রী শাইতান সিং স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়
জ্যেষ্ঠ সাংবাদিক জাকির হোসেনের একমাত্র সন্তান ইরফান বরিশাল জিলাস্কুল থেকে মাধ্যমিক, হাতেম আলী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, আর্থ হাউজ স্কুল থেকে এ-লেভেল সম্পন্ন করেন দেশে-বিদেশে ফিল্ম ও ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল নিয়ে বহু কোর্স সম্পন্ন করেছেন তিনি বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন অণুজীববিজ্ঞানে এবং গবেষণা করছেন ক্যান্সার ও বিবর্তনবাদ নিয়ে তিনি কবিতাও লেখেন শীঘ্রই ভারতের কলকাতা থেকে প্রকাশিত হতে যাচ্ছে তার প্রথম কাব্যসংকলন তপা কাকার প্রতি।
উল্লেখ্য, এবিভিপি হচ্ছে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির মূল সংঘ পরিবারের ছাত্র সংগঠন।