3:34 pm , March 15, 2023

কেএম আজাদ রহমান, আগৈলঝাড়া ॥ আজ ১৬ মার্চ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালের মাধ্যমে আগৈলঝাড়ার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন। উদ্বোধন উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, কাজ সম্পন্ন করতে একাধিক লোকজন ব্যাস্ত সময় পার করছেন। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে ইমাম প্রশিক্ষন কেন্দ্র, মৃত ব্যাক্তিদের গোসলের স্থান, ওজুখানা, পুরুষ ও মহিলাদের আলাদা নামাজের স্থান, প্রতিবন্ধীদের নামাজের স্থান, ইসলামিক ফাউন্ডেশনের অফিসকক্ষ, ডাইনিং রুম ও কিচেন রুমসহ বিশাল সভা কক্ষ। ইতি মধ্যেই শেষ মুহুর্তের প্রস্তুতি দেখার জন্য মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক(মন্ত্রী মর্যাদার) আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি)। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত। ২০২০ সালের ৩০ জুন শুরু হওয়া মডেল মসজিদ বাস্তবায়নে রয়েছেন গণপূর্ত অধিদপ্তর। দৃষ্টিনন্দন মডেল মসজিদটি নির্মানের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঠিকাদার মোঃ শফিকুল ইসলাম শকুল সেরনিয়াবাত। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক(মন্ত্রী মর্যাদার) আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি), পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামীম (এমপি), বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, মোঃ শাহে আলম (এমপি), গোলাম কিবরিয়া টিপু (এমপি), পঙ্কজ দেবনাথ (এমপি), বেগম নাসরিন জাহান (এমপি), বেগম সৈয়দা রুবিনা আক্তার (এমপি), বরিশাল বিভাগীয় কমিশনার মো.আমিন-উল আহসান, উপ-পুলিশ মহাপরিদর্শক এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো.সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো.ওয়াহিদুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.তালুকদার মো.ইউনুস, এফবিসিসিআই‘র পরিচালক মইনউদ্দিন আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগ কার্যনিবাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মো.নুরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জাকির হোসেন, ইমাম প্রশিক্ষন এাকাডেমীর উপ-পরিচালক মোঃ আলম হোসেন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বিপুল দাস, মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গোলাম মোস্তফা সরদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, মোঃ লিয়াকত আলী হাওলাদার, আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক, মডেল মসজিদের মুয়াজ্জিন মোঃ আসাদুজ্জামান, বাগধা দাখিল মাদরাসার সুপার এনায়েত উল্লাহ, গৈলা দাখিল মাদরাসার সুপার রফিকুল ইসলাম, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারন সম্পাদক তপন বসু, আগৈলঝাড়া সমকাল প্রতিনিধি কে,এম, আজাদ রহমান, বাংলা টিভির ব্যুরো চিফ এফএম নাজমুল রিপন, একাত্তর টিভির আগৈলঝাড়া প্রতিনিধি স্বপন দাস, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আসাদুর রহমান মান্না ও গণ্যমান্য ব্যাক্তি শফিকুল ইসলাম সেরনিয়াবাতসহ প্রমুখ। সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায় ১০০টি পূর্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেছেন। আজ সারাদেশে তৃতীয় পর্যায় ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজও শেষ হয়েছে। ইতিমধ্যেই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী প্রস্তুতি দেখতে আসেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক(মাননীয় মন্ত্রী) আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি) মহোদয়।