দেশে স্থিতিশীল ও চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে -আইজিপি দেশে স্থিতিশীল ও চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে -আইজিপি - ajkerparibartan.com
দেশে স্থিতিশীল ও চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে -আইজিপি

3:29 pm , March 15, 2023

বিশেষ প্রতিবেদক ॥ দেশে স্থিতিশীল ও চমৎকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, সকল বাহিনীর সমন্বয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। এরফলে দেশে স্থিতিশীল ও চমৎকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। ১৫ মার্চ বুধবার বিকেলে বরিশালের পুলিশ সুপার কার্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন আইজিপি। এ সময় তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের অর্থনীতি ও জননিরাপত্তার স্বার্থে দেশের সকল অঞ্চলের শান্তির শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা করা দরকার, পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও মিডিয়া একযোগে একসাথে কাজ করবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোগী হয়ে কাজ করছে। তাই কোথাও সাংবাদিক হেনস্তার অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন,  ইতিমধ্যেই আমাদের যে লোকবল সংকট ছিলো তা দূর করেছেন প্রধানমন্ত্রী। তাই নির্বাচন সময়ে দায়িত্ব পালন করতে কোনো সমস্যা হবে না। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। আইজিপি আব্দুল্লাহ আল-মামুন ১৪ মার্চ দুপুরে পটুয়াখালী পৌঁছেন। সেখানে জেলা অস্ত্রাগার উদ্বোধন ও বিকেলে পটুয়াখালী জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণীতে অংশ নেন। এরপর কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশ রিজিওনের কার্যক্রম ঘুরে দেখেন। সেখানে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. মোঃ আশরাফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। আরো বিভিন্ন কর্মসূচি পালন শেষে কুয়াকাটায় স্বপরিবারে রাত্রিযাপন করেন আইজিপি আব্দুল্লাহ আল-মামুন। ১৫ মার্চ বিকাল তিনটায় তিনি বরিশালের নির্মাণাধীন মেট্রো পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ লাইন ভবন, পুলিশ সুপার কার্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন ও পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। বিকেল পাঁচটায় বরিশাল বিভাগীয় পুলিশ লাইন হাসপাতাল, মেট্রোপলিটন জোন কার্যালয় ঘুরে দেখে বিকেল সাড়ে ৫টার ফ্লাইটে বরিশাল ত্যাগ করেন আইজিপি আব্দুল্লাহ আল-মামুন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT