4:04 pm , March 14, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নব গঠিত ২ নং ওয়ার্ড নেতৃবৃন্দ। মঙ্গলবার নগরীর নাজিরের পুল থেকে মিছিল বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। নতুন কমিটির আহবায়ক সামসুল আলম টুলুর নেতৃত্বে মিছিলটি বের করা হয়। বিএনপির মহানগর আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদকে শুভেচ্ছা জানিয়ে মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য সচিব কাজী আরিফুজ্জামান, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, যুগ্ম আহবায়ক মো. মহসিন সিকদার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন আকন (বাদশা), যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান রিপন প্রমুখ। অনুপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হানিফুল ইসলাম সুমন সহ তার অনুসারিরা।