খাঁটি মুসলমান হতে ইসলামী আদলে জীবন গড়ার বিকল্প নাই-পীর সাহেব ছারছীনা খাঁটি মুসলমান হতে ইসলামী আদলে জীবন গড়ার বিকল্প নাই-পীর সাহেব ছারছীনা - ajkerparibartan.com
খাঁটি মুসলমান হতে ইসলামী আদলে জীবন গড়ার বিকল্প নাই-পীর সাহেব ছারছীনা

4:02 pm , March 14, 2023

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ ছারছীনা শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বলেছেন, খাঁটি মুসলমান হতে ইসলামী আদলে জীবন গড়ার বিকল্প নাই। ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলতে হবে। মুসলমান দাবী করবেন আর ইসলামের আদেশ নির্দেশ মাবেন না তা কি করে সম্ভব। কোরান সুন্নাহ’র আদলে জীবন গড়তে হবে। ইহকালের শান শওকত নিয়ে পড়ে থাকবেন, নামাজ রোজার ধার ধারবেন না, আর মুসলমান দাবী করবেন তা হতে পারে না। আমরা রাজনীতি করি না। সরকারের কাজ আমরা সমর্থন করি। যে যার ধর্ম পালন করবেন তাতে আপত্তি নেই। কিন্তু মুসলমান দাবী করে অনৈসলামিক কাজ করবেন তা হবে না। মুসলমান দাবী করলে কোরআন সুন্নাহর আদলে কাজ করতে হবে। তিনি মঙ্গলবার ১৩৩ তম বার্ষিক ইছালে সওয়াব মাহফিলের আখেরী মোনাজাত পূর্ব তার বয়ানে এসব কথা বলেন।
অনুষ্ঠানের অতিথি ডেপুটি স্পীকার মো. সামসুল হক টুকু বলেন, ইসলাম শান্তির ধর্ম । বাংলাদেশে বেশির ভাগ মানুষ মুসলমান। বিভিন্ন সময় ইসলামের নামে জঙ্গি সংগঠন করে মানুষ হত্যা করা হয়েছে। দেশের রাষ্ট্রপতি, একটি জাতির প্রতিষ্ঠাতা, জাতির জনককে তার পরিবারসহ হত্যা করা হয়েছে। তারা ইসলামের নামে মানুষ হত্যা করেছে যা কোন হাদিস কোরানে নেই। তারা বিভিন্ন সময় ইসলামী স্লোগান তুলে মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু ছারছীনা দরবার সত্যিকারের ইসলাম প্রচারে কাজ করছে যে কারনে আমরা বারবার এ দরবারে আসি।
মৎস্য ও প্রানী সম্পদমন্ত্রী শম রেজাউল করিম এমপি বলেছেন, দুনিয়ায় শান্তি স্থাপন করতে ইসলামের বিকল্প নাই। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। বিশেষ করে এ ছারছীনা দরবার জঙ্গিবাদকে সমর্থন করে না। এখানে সঠিক ইসলামী শিক্ষা দেওয়া হয়। এ এলাকার এমপি হিসেবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একজন মন্ত্রী হিসেবে আপনাদের আশ^স্থ করতে চাই বর্তমান সরকার আমলে ইসলাম বিরোধী কোন আইন প্রনয়ন করা হয়নি ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ।
এ সময় আরো বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল, দশমিনা ও গলাচিপা আসনের সংসদ সদস্য এস এম শাহাজাদা খান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। পীর সাহেবের বড় জামাতা মাওলানা নুরুর রহমান বেগসহ উপস্থিত ছিলেন ইউএনও মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার মো.সাইদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এস এম মুইদুল ইসলাম প্রমুখ।
মোনাজাতের পূর্বে পীর সাহেবের বড় ছেলে আলহাজ¦ মাওলানা আবু নসর নেছার উদ্দিন হোসাইন আহম্মেদ জমিয়তে হিজবুল্লাহর পক্ষ থেকে ইসলামের পরিপন্থি লেখা থাকায় দুটি বই বাতিল করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কিছু দাবী উপস্থাপন করেন। এর মধ্যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করা, পাঠ্য পুস্তকে বিতর্কিত বিষয় বাদ দিতে হবে। এসএসসি ও এইচএসসিতে ধর্ম বিষয় বাধ্যতা মুলক করতে হবে।
সব শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরী মোনাজান পরিচালনা করেন ছারছীনা শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। লাখ লাখ মানুষের ক্রন্দনের রোল পড়ে যায় গোটা মাহফিলে। তিনদিন ব্যাপী ওই মাহফিলে দেশের খ্যাতনামা আলেম ওলামাগন লাগাতার ভাবে ওয়াজ নসিহত করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT