4:00 pm , March 14, 2023
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে সহস্রাধিক কৃষক ও ৪৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো দিনব্যাপী কৃষি ঋণ মেলা হয়েছে। মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলা ষ্টেডিয়ামে দিনভর এ মেলা হয়। মেলার আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন। কৃষি ঋণ মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক (বরিশাল সার্কেল) মোঃ গোলাম কিবরিয়া সভাপতিত্ব করেন। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল জেলা পরিচালক বিষ্ণুপদ কর। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুরাদুল হাসান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, সোনালী ব্যাংকের বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র গোলদার, জনতা ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, রূপালী ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় মহা-ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন রাজিব, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নূরুল আলম, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আঃ মান্নান মাস্টার, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রশীদ, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আনিসুর রহমান সিকদার
সহ বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের পদস্ত কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃষকদের হাতে কৃষি ঋণের চেকের রেপলিকা তুলে দেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। কৃষি ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন রাজিব জানান, এবার প্রথমবারের মতো বরিশালে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৫টি ব্যাংক এ মেলায় অংশগ্রহন করেছে। মেলায় বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে মোট ১৫৭ জন কৃষকে ২ কোটি ১৯ লাখ ৪৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এরমধ্যে কৃষি ব্যাংক ৪৩ জনকে ৬৭ লাখ টাকার ঋণ প্রদান করেছে। মেলায় বিতরণকৃত ঋণের মধ্যে সর্বোচ্চ ২০ লক্ষ এবং সর্বনিন্ম ২০ হাজার টাকা ছিল। মেলায় বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় সহস্রাধিক কৃষক উপস্থিত ছিলেন।