3:58 pm , March 14, 2023
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীর এক গ্রাম থেকে বিদেশী মদ ও বিয়ারসহ নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এ অভিযান করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটক নারী হলো- তাজমীন (২৫)। সে উপজেলার সেলিমপুর গ্রামের আলম হাওলাদারের স্ত্রী। উপজেলার বাটাজোর পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওই গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে আলম ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে। এ খবরে তার নেতৃত্বে একটি দল আলমের ঘরে অভিযান করে। এ সময় ৫ বোতল বিদেশী মদ ও ৬ ক্যান বিয়ারসহ স্ত্রীকে আটক করা হয়েছে। তবে পালিয়েছে স্বামী আলম। এ ঘটনায় স্বামী ও স্ত্রীকে আসামী করে মুলাদী থানায় মামলা করা হয়েছে।