মুলাদীতে মশার কয়েলে আগুন পুড়েছে দুইটি গরু মুলাদীতে মশার কয়েলে আগুন পুড়েছে দুইটি গরু - ajkerparibartan.com
মুলাদীতে মশার কয়েলে আগুন পুড়েছে দুইটি গরু

3:40 pm , March 13, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে মশার কয়েলের আগুন দুইটি গরু পুড়ে গেছে। রোববার দিনগত গভীর রাতে উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামের রুমেজ সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে। রুমেজ সরদারের স্ত্রী লাভলী বেগম জানান, তাদের দেড় লাখ টাকা দামের একটি ষাড় এবং সোয়া লাখ টাকার গাভী ছিলো। রাতে গরু দুটি গোয়ালে রেখে তালা দিয়ে ঘুমাতে যান। রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখ পেয়েছেন গোয়াল ঘরে আগুন জ্বলছে। তার ডাকচিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। কিন্তু ততক্ষনে ঘরসহ দুটি গরু পুড়ে মারা গেছে।
লাভলী বেগমের দাবি শত্রুতার জের ধরে কেউ ঘরে ঘরে আগুন দিয়েছে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার দাস জানান, মশার কয়েল থেকে আগুন লেগে রুমেজ সরদারের গরু দুটি পুড়ে থাকতে পারে। তবে তদন্ত চলছে, কারও সংশ্ল্ষ্টিতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT