3:39 pm , March 13, 2023
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধনে বক্তারা
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে বরিশালে আশ্বিনী কুমার হলের সম্মুখে সদর রোডে মানববন্ধন সকাল ১১ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার নব নির্বাচিত সভাপতি সুনীল বরন হলদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আবুল কালাম, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সঞ্জয় খান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আসাদুল আলম আসাদ, সাংগঠনিক সম্পাদক এইচ, এম, ইলিয়াছ, বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন, আগৈলঝাড়া উপজেলার পক্ষে উজ্জল মন্ডল, উজিরপুর উপজেলার সভাপতি আলতাফুর রহমান, বাকেরগঞ্জ উপজেলার পক্ষে হেলাল উদ্দিন বিশ্বাস, হিজলা উপজেলার সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন, বাবুগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক অবিনাশ চন্দ্র রায়, বানারীপাড়া উপজেলার পক্ষে মোঃ রুহুল আমিন সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। বক্তারা আগামী বাজেটে মাধ্যমিক শিক্ষা জাতীকরণের জন্য শিক্ষা খাতে জাতীয় বাজেটে ২০% অথবা জিডিপির ৬% বরাদ্দ রাখার দাবী জানান। তাছাড়া শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরনের লক্ষ্যে সরকারি শিক্ষকদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের দাবী জানান। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বেতন স্কেল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সমান করা এবং সহকারি প্রধান শিক্ষকদের বেতন স্কেল আরও এক ধাপ বাড়ানো এবং বেসরকারি শিক্ষকদের পদোন্নতি, পেনশন প্রথা চালু সহ সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে বেসরকারি শিক্ষকদের সন্তানদের কোটা রাখার দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতৃবৃন্দ । শিক্ষক নেতারা আরও বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট শিক্ষার্থী প্রয়োজন এবং স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে স্মার্ট শিক্ষকের প্রয়োজন। আর এ স্মার্ট শিক্ষক তৈরি করার দায়িত্ব সরকারের। মানববন্ধনে আগামী ১৪ই মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দু-ঘন্টার কর্মবিরতি এবং ২০ই মার্চ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে মহাসমাবেশ সফল করার ঘোষনা দেয়া হয়। কয়েকশ শিক্ষকদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন শিক্ষক নেতা এনায়েত হোসেন মল্লিক ও শবনম মুস্তারি। মানববন্ধন শেষে একটি বিশাল মিছিল বরিশালের সদর রোড থেকে ফজলুল হক এ্যাভিনিউ হয়ে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। শিক্ষক নেতা নিজাম হোসেন সিকদার ও মাধব চন্দ্র কবিরাজ এর নেতৃত্বে সুশৃঙ্খল এ বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে যাওয়ার পরে সমিতির সিনিয়র নেতৃবৃন্দ বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেন।