3:38 pm , March 13, 2023
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জের কৃতি সন্তান ও স্বাধীনতা পদক প্রাপ্ত সিরাজ উদ্দীন আহমেদের ছোট ছেলে শাকিল আহমেদ ভাস্কর দিনাজপুর জেলা প্রশাসক হয়েছেন। রোববার এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরআগে তিনি জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। শাকিল আহমেদ ভাস্কর ২৫ তম বিসিএস মেধা তালিকায় ১৪ তম প্রশাসন সার্ভিসে ৭ তম স্থান অর্জন করেন। পাবনা জেলা শহরের সহকারী কমিশনার হিসেবে তার ১ম কর্মস্থল। পরবর্তীতে ঢাকা ডিসি অফিসের ট্রেজারার, ঢাকা তেজগাঁও সার্কেল এর সিইও, নবাবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবনে সে বরিশাল জিলা স্কুল থেকে ১৯৮৯ সালে এসএসসি, এবং ঢাকা কলেজ থেকে ১৯৯১ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করে। সে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তে অধ্যয়নরত অবস্থায় তেজগাঁও কলেজ থেকে গ্রাজুয়েশন করেন। শাকিল আহমেদ ভাস্কর উপসচিব হিসেবে পদায়নের হবার পর স্থানীয় সরকার ও জ্বালানি মন্ত্রণালয় দায়িত্ব পালন করে আসছেন। সে বাংলাদেশ গ্যাস ফিল্ড ও যমুনা অয়েলের পরিচালক। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ও তার স্ত্রী ফার্জানা জেসমিন সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের উপসচিব।