3:36 pm , March 13, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বাজার রোডের হকসহ দুই মিষ্টান্ন বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মহিন উদ্দীন এবং আবু আবদুল্লাহ খান জরিমানা করেন। বরিশাল জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস এবং ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আদালত কার্যক্রম পরিচালিত হয়। বিএসটিআই থেকে জানানো হয়েছে, নগরীর বাজার রোডের হক মিষ্টান্ন ভা-ারে তৈরি লাড্ডুতে কৃত্রিম রং ব্যবহারের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর জেলখানা মোড় সদর রোডের সকাল সন্ধ্যা মিস্টান্ন ভান্ডারের মোড়কজাত সনদ ব্যতিত দধি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ওজন ও পরিমান মানদন্ড আইনে ১০ হাজার টাকা জরিমান করা হয়। আদালতের প্রসিকিউটর ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহম্মদ ও পরিদর্শক (মেট্রোলজি) মোঃ মাকসুদুর রহমান।