স্বামীকে খুন করে ৯৯৯ ফোন দিলেন স্ত্রী স্বামীকে খুন করে ৯৯৯ ফোন দিলেন স্ত্রী - ajkerparibartan.com
স্বামীকে খুন করে ৯৯৯ ফোন দিলেন স্ত্রী

3:35 pm , March 13, 2023

ঝালকাঠি ও রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরে ঘুমের ওষুধ খাইয়ে হাত পা বেঁধে স্বামীকে জবাই করে হত্যার করে ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন ওই নারী। পরে স্ত্রীকে আটক করেছে পুলিশ।
জেলার রাজাপুর উপজেলার মধ্য পুটিয়াখালি গ্রামে গতরাতে (রোববার দিবাগত রাত দেড়টায়) এ ঘটনা ঘটে। পুলিশ সাফিয়া বেগম নামে ওই নারীকে থানা হেফাজতে রেখেছে। নিহত রবিউল আউয়াল তালুকদার ওই গ্রামের প্রয়াত আব্দুর রহমান তালুকদারের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন। তার মরদেহ বাড়ি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহতের স্ত্রী সাফিয়া বেগম জরুরি সেবার ৯৯৯-এ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। এসময় স্ত্রী সাফিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করার পর সাফিয়াকে মারধর করে জমিজমা দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেয়ার পায়তারা করার অভিযোগে সাফিয়া তার স্বামীকে হত্যা করেছে বলে পুলিশের কাছে দায় স্বীকার করেছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও পুলিশ জানায়। নিহত রবিউল আউয়াল তালুকদার এর স্কুল পড়–য়া দুই ছেলে সন্তান রয়েছে।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো: মাসুদ রানা জানান, গোপনে দ্বিতীয় বিয়ে করা ও প্রথম স্ত্রীর ৪ কাঠা জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেয়ার অভিযোগ তুলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এসবের জেরে ঘুমের ঔষধ খাইয়ে হাত পা বেধে রাত দেড়টার দিকে অটোচালক স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে ৯৯৯ কল দিয়ে পুলিশ খবর দেয় তার স্ত্রী সাফিয়া বেগম। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাকে আটক করে। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন তালুকদার বাদি হয়ে সাফিয়ার নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT