3:16 pm , March 13, 2023

কলাপাড়া প্রতিবেদক ॥ বন থেকে শিকার করে খাওয়ার জন্য পুড়ানোর সময় প্রায় চার ফুট দৈর্ঘ্যের একটি শুকর উদ্ধার করে মাটি আাপা দিয়েছে পটুয়াখালী এনিমলস লাভার্স গ্রুপ। সোমবার বেলা সোয়া তিনটার সময় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপু খ্রিস্টান পল্লীর উপাসনালয় চত্বর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অর্ধ পোড়া শুকরটি উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী এনিমলস লাভার কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য বাইজিদ মুন্সি, মোঃ মাসুদ এবং বনরক্ষী কামরুল হাসান এবং মোঃ তৌহিদ। শুকরটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলাপাড়া বনবিভাগ চত্বরে মাটি চাপা দেয়া হয়। শুকরটি রাঙ্গাবালী উপজেলার মৌডুবির সংরক্ষিত বনাঞ্চল থেকে শিকার করে নিয়ে আসা হয় বলে উদ্ধারকারীরা নিশ্চিত করছেন।