3:34 pm , March 12, 2023

রোটারি বরিশাল বিভাগীয় পিকনিক কুয়াকাটা-২০২৩ এর র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করেন পিকনিকের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুল হক খান মামুন। এসময় উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল এসপি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইভেন্ট চেয়ার রোটা: পিপি জুয়েল শাহিন, পিপি হান্নান মল্লিক, পিপি মাহতাবউদ্দিন আল মাহমুদ, প্রেসিডেন্ট ইলেক্ট-৩২৮১ কাজী মিরাজ, প্রেসিডেন্ট ইলেক্ট কাজী আল-মামুন, প্রেসিডেন্ট ইলেক্ট হাসনাইন চৌধুরী, পিপি শফিকুল ইসলাম চুন্নু, পিপি রেজিন উল কবির সহ এ অঞ্চলের ১৪ টি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইলেক্ট, সেক্রেটারী সহ রোটারীয়ান গন উপস্থিত ছিলেন -পরিবর্তন