3:16 pm , March 12, 2023
খবর বিজ্ঞপ্তির ॥ নগরীতে প্রগতিশীল কর ব্যবস্থা নিশ্চিত করণে নাগরিকে ভূমিকা ও কর ন্যায্যতা বিষয়ক দুই দিনের কর্মশালা হয়েছে। রোববার নগরীর নবগ্রাম মেজর এম এ জলিল রোডের এবিসি ফাউন্ডেশন মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে খ্রিষ্টান এইডের সহযোগিতায় শুরু হওয়া কর্মশালায় বরিশাল ও পটুয়াখালি জেলার নাগরিক সমাজের সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং যুব প্রতিনিধি অংশ গ্রহন করেন। এতে সহায়কের ভুমিকায় ছিলেন আব্দুস সবুর ও প্রোগ্রাম অফিসার তাহসিন আশরাফি। কর্মশালায় ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে করের আওতা; সামাজিক দায়বদ্ধতা ও কর প্রদানের গুরুত্ব; কর প্রক্রিয়া ও প্রগতিশীল কররে গুরুত্ব; কর সংশ্লিষ্ট সমস্যা ও সমাধান; কর ও নাগরিক সুবিধা, কর সংশ্লিষ্ট অংশীজন; কর ন্যায্যতা সৃষ্টিতে নাগরিক উদ্যোগ; কর ন্যায্যতা সৃষ্টিতে সামাজিক উদ্যোগ পরিকল্পনা বিষয়ে আলোচনা হয়েছে।