3:15 pm , March 12, 2023
শাকিল আহমেদ, মঠবাড়িয়া ॥ মঠবাড়িয়ায় দুই সন্তানের জনক আমিরুল ইসলাম হাওলাদার নামে দুবাই প্রবাসীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার সকালে উপজেলার ১৫২নং পশ্চিম চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহ¯্রাধিক মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন দাউদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বজলুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নিহত আমিরুলের বৃদ্ধ পিতা মোকছেদ আলী হাওলাদার, নিহতের বড় ভাই মাওলানা নুরুল ইসলাম, ফকরুল ইসলাম, মিরুখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাহবুব কবির মনির, দাউদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া, শিক্ষক সাইফুল্লাহ বিন জাকারিয়া, নিহত আমিরুলের স্ত্রী সীমা আক্তার ও পঞ্চম শ্রেণিতে পড়–য়া ছেলে আব্দুল্লাহ। গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার চালিতাবুনিয়া ছালেহিয়া হামিদিয়া দ্বীনিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষে রাত ২টার দিকে বাড়িতে ফিরছিল দুবাই প্রবাসী আমিরুল ইসলাম। পথিমধ্যে দেলোয়ার হোসেন হাওলাদারের বাড়ির সামনে পৌছমাত্র পূর্ব ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এঘটনায় ওই রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহ ভাজন চারজনকে আটক করে।
পরে নিহতের বড় ভাই মাওলানা নুরুল ইসলাম বাদী হয়ে এজাহার নামীয় ৫জন ও অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, থানা পুলিশ ইতোমধ্যে মামলার এজাহার নামীয় ৫জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।