3:15 pm , March 12, 2023

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব আবাসনে খালু বাড়ি বেড়াতে এসে শনিবার দুপুরে হাসান নামে এক শিশু সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রয়েছে। জানা গেছে, উপজেলার গন্ধর্ব আবাসনের নিবাসী জামাল তালুকদারের ভায়রার ছেলে লক্ষীপুর নিবাসী শাহাবুদ্দিন হোসেনের ছেলে চতুর্থ শ্রেণী পড়ুয়া হাসান (৯) গত ২৭ ফেব্রুয়ারি খালু বাড়ি বেড়াতে আসে। গত ১১ মার্চ দুপুরে খালু বাড়ির পাশে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রয়েছে। স্থানীয় ডুবুরিদল ও ফায়ার সার্ভিস নদীতে খোঁজাখুঁজির পরও রবিবার দুপুর পর্যন্ত শিশুটির লাশের সন্ধান পাইনি। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।