3:14 pm , March 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে খাদ্য অধিদপ্তরের সিল দেয়া ৫০ কেজি ওজনের ১২ বস্তা চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শনিবার রাতে মেহেন্দিঞ্জ পৌরসভার বদরপুর এলাকার এক শ্রমিকের বাসা থেকে চাল উদ্ধার করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।
তবে এ ঘটনায় খাদ্য গুদাম কর্মকর্তা ও পুলিশ কোন পক্ষ থানায় মামলা করেনি। কিন্তু বিষয়টি নিয়ে উভয় পক্ষকে মামলা করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবী। তিনি বলেন, আমার কাছে একটি সংবাদ ছিলো খাদ্য গুদামের চাল শ্রমিক রফিক কাজীর বাসায় নিয়ে মজুদ রাখ হয়েছে। সেই খবরে অভিযান চালিয়ে রফিক কাজীর দাদা শাহ আলম কাজীর ঘর থেকে ৫০ কেজি ওজনের খাদ্য অধিদপ্তরের ১২ বস্তা ভর্তি চাল উদ্ধার করা হয়েছে।
ইউএনও নুরুন্নবী বলেন, আরো বেশি চাল ঘটনাস্থলে ছিলো। কিন্তু মাত্র ১২ বস্তা পেয়েছি। তার ধারনা অভিযানের আগে বাকি চাল সরিয়ে ফেলা হয়েছে।
ইউএনও বলেন, খাদ্য গুদামের চাল পাচারের একটি চক্র রয়েছে। তদন্ত করে সেই চক্রের সকলকে আইনের আওতায় আনা প্রয়োজন। তাই এ ঘটনায় খাদ্য গুদাম কর্মকর্তা ও পুলিশকে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।
ইউএনও বলেন, জব্দ তালিকা করার নিয়ম পুলিশের, তবুও তিনি জব্দ তালিকা তৈরি করে চাল পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মেহেন্দিগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
খাদ্য গুদাম কর্মকর্তা শেখ মুনির মোর্শেদ বলেন, রফিক কাজী গুদামের তালিকাভুক্ত শ্রমিক নয়। তিনি ছুটিতে আছেন। গুদামের চাবি তার কাছে রয়েছে। চাল কোথা থেকে এসেছে তিনি জানেন না। তাই এ ঘটনায় তিনি মামলা করবেন না।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। পুলিশ বাদী হয়ে মামলা করবে কিনা জানতে চাইলে ওসি সংযোগ বিচ্ছন্ন করে দেন।
প্রতিবেদকের কাছে আসা একটি ভিডিওতে শ্রমিক রফিক কাজীর দাদা শাহআলম কাজী বলেন, তার নাতি রফিক কাজী গোডাউনে কাজ করে। শনিবার মাগরিবের নামাজের আগে চাল এনে তার ঘরে রেখেছেন।