3:24 pm , March 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ অতিরিক্ত দাম নেওয়া, অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার মজুদের দায়ে নগরীর সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে শনিবার দিনভর নগরীতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। তারা নগরীর নগরীর বিএম কলেজ রোড, সদর রোড এবং বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে হোটেল সেডোনার বাফেট থেকে ৩০ হাজার, বৈদ্যপাড়া এলাকার মুদি, কনফেকশনারি ও ফার্মেসিসহ আরও ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।