বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে দোকানীর কটুক্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে দোকানীর কটুক্তি - ajkerparibartan.com
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে দোকানীর কটুক্তি

3:23 pm , March 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কটুক্তি করায় নগরীর রুপাতলী এলাকায় তুলকালাম ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে আবুল হাসানাত আবদুল্লাহ বাস টার্মিনালের পশ্চিম পাশের ভূইয়া সড়ক সম্মুখে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স সপ্তম ব্যাচ এর ছাত্র ভুপাল সরকার জানান চায়ের দোকানি কটুক্তি করায় কথা কাটাকাটি হয়েছিলো। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা প্রতিবাদে এলে বিষয়টি বড় আকার ধারন করে। পরে স্থানীয় কাউন্সিলর ও পুলিশের হস্তক্ষেপে বিষয়টি মিমাংশা হয়। প্রতক্ষদর্শীরা জানায় ভূইয়া সড়কের সামনের চায়ের দোকানে থ্রি কোয়াটার প্যান্ট পরে আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভুপাল সরকার। এসময় দোকানদার রুবেল হাওলাদার তাকে দেখে কটুক্তি করে এবং ধাক্কা দেয়। পরবর্তীতে ভূপাল সরকার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকে সংবাদ দিলে প্রায় ২০-২৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঘটনাস্থলে আসে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইদুর রহমান জাকির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিচারের আশ্বাস দেন। পরক্ষনে বরিশাল বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের চেয়ারম্যান, সহকারী প্রক্টর, সঞ্জয় সরকার খবর পেয়ে ঘটনা স্থলে আসেন। অতপর স্থানীয় কাউন্সিলর ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঘটনার মীমাংসার হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT