মেঘনা নদীতে পুলিশ-প্রশাসনের উপর হামলার নেপথ্যে, মাঝিদের চাঁদাবাজি মেঘনা নদীতে পুলিশ-প্রশাসনের উপর হামলার নেপথ্যে, মাঝিদের চাঁদাবাজি - ajkerparibartan.com
মেঘনা নদীতে পুলিশ-প্রশাসনের উপর হামলার নেপথ্যে, মাঝিদের চাঁদাবাজি

2:58 pm , March 11, 2023

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করতে গিয়ে বারবার জেলেদের হামলার শিকার হয়েছে প্রশাসন। এর নেপথ্যে রয়েছে নৌ পুলিশ ও মৎস্য দপ্তর ও কোষ্টগার্ডের মাঝির আধিপত্য ও চাঁদাবাজী। শুক্রবার উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ ও নৌ-পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র দে নেতৃত্বে অভয়াশ্রমে অভিযান পরিচালনাকালে সবুজ বয়া এলাকায় হামলার শিকার হয়। জেলেরা এলোপাতারিভাবে পিটিয়ে ১৬ জনকে আহত করে।
নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে, তিন দপ্তরের মাঝিরা মেঘনা নদীতে জাল ফেলতে জেলেদের কাছ থেকে ২ থেকে ৩ হাজার টাকা নেয়। এছাড়াও জেলে পাড়া থেকে টাকা নেয় তারা। সুত্র জানায়, চাঁদা উত্তোলন নিয়ে মাঝিদের মধ্যে দ্বন্ধ হয়। এক পক্ষের মাঝির ইন্ধনে অপর মাঝির জেলেরা হামলা করে। সেই হামলার ঘটনা ঘটেছে শুক্রবার। মাঝিরা রাজনৈতিক নেতাদের ছত্র-ছায়ায় থাকায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতেও পারে না।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ বলেন, মাঝি নিয়ে অনেক অনিয়মের খবর রয়েছে। তদন্ত করে মাঝিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তারেক হাওলাদার বলেন, অভিযানে যেসব মাঝিরা নদীতে চাঁদাবাজী করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মুলাদীতে রাড়ীবাড়ী জামে মসজিদ ও নুরানী মাদ্রাসার শুভ উদ্বোধন
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের রাড়ীবাড়ী ফাতেমা হক জামে মসজিদ ও আলহাজ্ব নাজেম আলী রাড়ী নূরানী মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুদ্দীনের কোরআন তেলোয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মকবুল হোসেন কলেজের প্রভাষক আবু সালেহ মোঃ অলী রাড়ী। মাস্টার আবুল বাশারের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মোস্তাফিজুর রহমান, মো. আলাউদ্দিন খান। দোয়া মোনাজাত পরিচালনা করেন চরলক্ষ্মীপুর সিনিয়ার মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা সাইফুল্লাহ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT