2:53 pm , March 11, 2023

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ ছারছীনা দরবার শরীফের বার্ষিক ইছালে সওয়াব মাহফিল শুরু হয়েছে। শনিবার মাগরিব নামাজ বাদ জিকিরের পর কুর আন তিলাওয়াত, হামদ ও নাথ পরিবেশন করা হয়। এরপর পীর সাহেব তার উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের শুরু করেন। লাগাতার ভাবে তিনদিন দেশের খ্যাতিমান আলেম ওলামা গন ওয়াজ নসিহত করবেন। আগামী মঙ্গলবার জোহর বাদ আখেরী মানাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হবে।