সমমজুরি ও সম্পত্তিতে সম অধিকারের দাবিতে নারীদের বিক্ষোভ সমমজুরি ও সম্পত্তিতে সম অধিকারের দাবিতে নারীদের বিক্ষোভ - ajkerparibartan.com
সমমজুরি ও সম্পত্তিতে সম অধিকারের দাবিতে নারীদের বিক্ষোভ

2:52 pm , March 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নারী নির্যাতন বন্ধ, সমকাজে সমমজুরি, সম্পত্তিতে সম অধিকার, পাবলিক টয়লেট ও ডে কেয়ার সেন্টার চালুসহ ৬ দফা দাবি জানিয়েছেন নগরীর নারীরা। বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে শনিবার বিকেলে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। সম্মেলনের শুরুতে নেত্রীরা নগরীতে একটি র‌্যালি বের করেন। পরে জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে সমাবেশ হয়। লামিয়া সাইমুনের পরিচালনায় সমাবেশে  বক্তৃতা দেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য শানু বেগম, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য আনন্দ মৃত্তিকা নাজ প্রমুখ।
বক্তারা বলেন, নারীরা আজও সমমজুরি পায়না, সম্পত্তিতে সমান অধিকার পায়না, নিরাপত্তা ও মর্যাদা পায়না। তাই সমমজুরি ও সম্পত্তিতে সমঅধিকারের জন্য ও নারী নির্যাতনের বিরুদ্ধে বরিশালসহ সারাদেশে লড়াই চলছে। বরিশালে নারীদের জন্য স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট না থাকাটা অত্যান্ত ন্যাক্কারজনক। অপরিকল্পিত উন্নয়নের ছড়াছড়ি থাকলেও নথুল্লাবাদ, রূপাতলীর মত জায়গায় মানসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছেনা। বক্তারা অবিলম্বে নগরীতে স্বাস্থ্যসম্মত আধুনিক পাবলিক টয়লেট, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল, ডে-কেয়ার সেন্টার নির্মাণের দাবি জানান। একই সঙ্গে বরিশালে মনোরমা বসু মাসিমা, সুফিয়া কামালের মত মহিয়সী নারীদের স্মরণে পাঠাগার-মিউজিয়াম নির্মাণের দাবি জানান।
সমাবেশ শেষে সম্মেলনের মধ্য দিয়ে দ্বিতীয় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিত হয়। এই কমিটিতে সভাপতি হয়েছেন মাফিয়া বেগম ও সাধারণ সম্পাদক শানু বেগম।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT