3:48 pm , March 10, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির সিনিয়র সাংবাদিক ও টাইগার স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: আলী হায়দার তালুকদারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছর নামাজের পর পূর্ব চাঁদকাঠি এবায়দুল্লাহ জামে মসজিদে অর্ধ সহ¯্রাধিক মুসল্লিদের উপস্থিতিতে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। দোয়া ও মিলাদে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলী সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: হাফিজ আল মাহমুদ, প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মসজিদ কমিটির সদস্যসহ দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের পরিবারের সদস্য, নিকট আত্মীয় এবং শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়েছে। উল্লেখ্য গত বুধবার সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। পরের দিন সকার ৮টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন শিক্ষতা ও সাংবাদিকতা পেশায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।