সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এম.পি সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এম.পি - ajkerparibartan.com
সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এম.পি

3:43 pm , March 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত ইন্দুরহাট ফেরিঘাট এবং প্লাজাঘাট পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম এমপি। শুক্রবার সকালে পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাইদ মাহাবুব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নূরুল ইসলাম সরকার, দক্ষিণাঞ্চল প্রধান প্রকৌশলী মজিবুর রহমান, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন, পিরোজপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, নেছারাবাদ উপজেলা ইউএনও মাবুবুল্লাহ মজুমদার, নেছারাবাদ সার্কেল সিনিয়র এএসপি মোঃ রিয়াজ হোসেন পিপিএম,স্বরূপকাঠি থানা ইনচার্জ জাফর আহমেদ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সফরে মন্ত্রী নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর ভাঙন কবলিত খেয়াঘাট সংলগ্ন, ফেরীঘাট, সারেংকাঠি, তারাবুনিয়া,প্লাজঘাটের নদী গর্ভে বিলীন হওয়া এলাকা পরিদর্শন করেছেন। দ্রুত নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন।
এরআগে পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল বিমান বন্দর হয়ে সড়ক পথে নেছারাবাদ আসেন। পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী ছারছিনা দরবার শরীফ এ গিয়ে মাজার জিয়ারত করেন। এরপর ছারছীনা দরবার শরীফ এর পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ মোহেববুললাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT