3:41 pm , March 10, 2023
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের রিইউনিয়ন এর উদ্বোধনী অনুষ্ঠানে এ্যাড. জাহাঙ্গীর কবির নানক
বিশেষ প্রতিবেদক ॥ বিএম কলেজের সাবেক ভিপি, সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সুষ্ঠু রাজনীতির চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। শুক্রবার কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের রিইউনিয়ন এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নানক আরো বলেন, আমার রাজনৈতিক জীবনের বেড়ে ওঠা এই বিএম কলেজের আঙ্গিনায়। এখানে আমি ভিপি ছিলাম। আজকের বাংলাদেশের রাজনীতির নেতৃত্বে যারা আছেন তাদের বেশিরভাগ অংশই ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। আমার রাজনৈতিক ভীত এখান থেকে গড়ে উঠেছে। আমি মনে করি এই বিদ্যাপীঠ আমাকে আজকের পর্যায়ে আনার সর্বাধিক কৃতিত্বের দাবীদার। আমার কাছে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাহাঙ্গীর কবির নানক তার ভিপি থাকাকালীন সময় ১৯৮১-৮১ সালের স্মৃতিচারণ করে বলেন, আমরা শিক্ষকদের কাছ থেকে স্নেহ-ভালোবাসা পেয়েছি। শিক্ষকদের আমরা সম্মান করেছি পিতা-মাতার মতো। শিক্ষকদের সম্মান যে ছাত্র করে না, সে একজন ভালো মানুষ হতে পারে না। আজকে আমার জাহাঙ্গীর কবির