3:17 pm , March 10, 2023

মুলাদী প্রতিবেদক ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাদিজা বেগম নামে এক গৃহবধুকে শ্লীলতাহানি ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাগেছে হিজলা উপজেলার ৩নং গুয়াবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরপত্তনীভাংগা গ্রামের বাসিন্দা মোঃ সান্টু আকনের স্ত্রী খাদিজা বেগমকে তার মেঝ ভাশুর মোঃ জহির আকন (চুন্নু) ও তার স্ত্রী লিপি বেগম ও ৩ পুত্র মিলে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ছাগল বাঁধাকে কে কেন্দ্র করে মারপিট ও পরনের কাপর চোপড় টেনে হেচড়ে ছিড়ে ফেলে বলে অভিযোগ করে আহত খাদিজা বেগম। তিনি জানান, তার ভাশুর তাকে প্রায়শই হুমকি দেয় এবং বাড়ী থেকে উৎখাতের চেষ্টায় চালায়। তার জের ধরেই স্বামীর অনুপস্থিতে মেরে ফেলার জন্য হামলা চালায়। আমাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আমি চিকিৎসাধীন আছি। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় চুন্নু আকন আপন ভাইদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এলাকার অনেক অসহায় পরিবারের নিকট থেকে জমি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। স্থাণীয় হারুন বাঘার স্ত্রী নুরজাহান বেগম সহ একাধিক ব্যক্তি জমি দিবে বলে টাকা নিয়েছে। এ বিষয় আহত খাদিজা স্বামী মো. সান্টু আকন জানান থানা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে চুন্নু জানায় পারিবারিক ভাবে ভাইদের সাথে জমাজমি নিয়ে বিরোধ আছে।