কাউখালীতে প্রধান সড়কে গার্ডার ব্রিজে এপ্রোচ না থাকায় চলাচলে দুর্ভোগ চরমে কাউখালীতে প্রধান সড়কে গার্ডার ব্রিজে এপ্রোচ না থাকায় চলাচলে দুর্ভোগ চরমে - ajkerparibartan.com
কাউখালীতে প্রধান সড়কে গার্ডার ব্রিজে এপ্রোচ না থাকায় চলাচলে দুর্ভোগ চরমে

3:16 pm , March 10, 2023

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী ॥ কাউখালী উপজেলা সড়কে এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ১ বছর পূর্বে আরসিসি গাডার ব্রিজ নির্মিত হলেও এখন পর্যন্ত দুপাশে এপ্রোচ সড়ক না থাকায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান ঐশি এন্টারপ্রাইজ ১ বছর পূর্বে আইবিআরপি প্রকল্পের আওতায় ২ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজের মূল কাজ শেষ করলেও এপ্রোজের কাজ ফেলে রেখে যায়। ব্রিজের দুই পাড়ে ৬টি রাস্তার সংযোগ রয়েছে। জন গুরুত্বপূর্ন এই ব্রিজটির উত্তর পাশে একমাত্র সরকারি বালিকা বিদ্যালয় প্রায় সহ¯্রাধিক ছাত্রী প্রতিদিন বিদ্যালয় যাতায়াত করেন। ব্রিজের ১০০ গজের মধ্যেই রয়েছে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কাজী হারুনর রশিদ প্রাথমিক বিদ্যালয় তার পাশেই রয়েছে কেন্দ্রীয় আশ্রম এবং ব্রিজের দক্ষিন পাশেই ২০০ গজের মধ্যেই উপজেলা পরিষদ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্স ও মহিলা কলেজের মতো গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান। যে কারনে ব্রিজের দুই পাড়েই কয়েক হাজার মানুষের প্রতিদিন জরুরি কাজে যাতায়াত করতে হয়। এপ্রোচ সড়ক না থাকায় কাজী হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পলাশ সিকদার, এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল সহ অনেকেই অভিযোগ করেন যে, প্রতিদিন শিক্ষার্থীরা আসা যাওয়ার সময় ধুলাবালিতে একাকার হয়ে যায়। ফলে সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এ ব্যাপারে ঠিকাদারের প্রতিনিধি সঞ্জিত সাহা জানান, এ্যাপোচ করার জন্য রিভাইস অনুমোদনের নির্মিতে হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ করা হবে। কাউখালী উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ২/১ দিনের মধ্যে প্রধান প্রকৌশলী এপ্রোচ সড়কের অনুমোদন পাওয়া যাবে এবং ঠিকাদার কাজ শুরু করবেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT