মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকার ২০ জেলের কারাদ- মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকার ২০ জেলের কারাদ- ajkerparibartan.com
মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকার ২০ জেলের কারাদ-

3:16 pm , March 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকারের সময় হাতে-নাতে আটক ২০ জেলের জেল ও একজনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নুরন্নবী। এরআগে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান করে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক ফারুক হোসেন। তিনি বলেন, গত ১ মার্চ থেকে মেঘনা নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। তাই মৎস্য কর্মকর্তার সমন্বয়ে বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেঘনা নদীর মেহেন্দিগঞ্জের উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন অংশে অভিযান করা হয়।
এ সময় মাছ শিকারের জন্য জাল ফেলা অবস্থায় ২১ জন জেলেকে আটক করা হয়। এছাড়াও মাছ শিকারের জন্য ফেলা জাল উদ্ধার করা হয়েছে। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়েছে।
নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরন্নবী বলেন, আটক জেলেদের মধ্যে ২০ জনকে ২০ দিন করে কারাদ- দেয়া হয়েছে। একজন অপ্রাপ্ত বয়স হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা জমা দিয়ে সে মুক্ত হয়েছে।
নির্বাহী হাকিম আরো বলেন, আটক জেলেদের মধ্যে কার্ডধারী রয়েছে। নিষিদ্ধ সময়ে মাছ শিকার না করার জন্য সরকারের দেয়া চাল পাচ্ছে। দ-িতদের মধ্যে কার্ডধারীদের কার্ড বাতিলের সুপারিশ করা হবে। অভিযানে উদ্ধার আনুমানিক ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
দ-িত জেলেরা হলো-মেহেন্দিগঞ্জের শুক্কুর হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫), তার ছোট ভাই মো. দবির (২০), মৃত হোসেন খানের ছেলে বারেক (৩৫), পূর্ব সুলাতানী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তোফায়েল সরদার (২৫), একই গ্রামের মৃত কালু হাওলাদারের ছেলে ইসলাম আলী হাওলাদার (৩০), একই গ্রামের মৃত কাজেম আলী হাওলাদারের ছেলে আনু মাঝি (৩৫), জামাল সরদারের ছেলে সুজন সরদার (২১), লতিফ রাড়ীর ছেলে মোজাম্মেল রাড়ী (২২), মৃত মোসলেম রাড়ীর ছেলে গিয়াসউদ্দিন (২৬), মন্নান মাঝির ছেলে মোসলেম মাঝি (৪০), হাসানপুরের মো. আলমগীরের ছেলে রুহুল আমিন (২৫), চর কিল্লার রফিক মাঝির ছেলে রুবেল (২৮), পূর্ব হন্নি গ্রামের রহিম শেখের ছেলে শহিদ শেখ (৩৫), একই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মোতালেব হাওলাদার (৩৫), পানবাড়িয়া গ্রামের মৃত নজরুলের ছেলে মাহবুব আলম (৪০), জাদ্দুয়া গ্রামের রহিম রাড়ীর ছেলে চান্দু রাড়ী (৪০), সুলতানী গ্রামের সুলতান রাড়ীর ছেলে বজলু মাঝি (৪৫), পশ্চিম সুলতানী গ্রামের মোতাহার মাঝির ছেলে জাকির (৩০) ও রাজপুর গ্রামের মৃত আ. রশিদে ছেলে আলমগীর (৩০)। জরিমানা দিয়ে মুক্ত হয়েছেন জাদ্দুয়া গ্রামের হেলাল হাওলাদারের ছেলে সুমন (১৫)।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT