3:59 pm , March 9, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নেতাকর্মীরা সমাবেশ করেন। পরে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান। উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মামুনের সঞ্চালনায় বক্তৃতা দেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এএইচএম তসলিম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিকলু, মহানগর যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকার জনগণের জানমাল রক্ষার কাজে নিরাপত্তা পুলিশ বাহিনীকে আওয়ামী পুলিশ বাহিনীতে রূপান্তর করেছে। এই বাহিনী দিয়ে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন বৃদ্ধি করা হচ্ছে। এর অংশ হিসেবে মুন্নাকে গ্রেফতার করা হচ্ছে। তাই অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। এসময় আরো উপস্থিত ছিলে জেলা যুবদল সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, মহানগর যুবদল নেতা নুরুল আলম কয়েস, শহিদুল হাসান আনিস, তৌহিদুজ্জামান, কোতয়ালী যুবদল সভাপতি উজ্জল ও সদস্য সচিব হায়দার আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।