আগৈলঝাড়ায় উপজেলা যুবলীগের কমিটিতে পদ পেতে ১৪০ জনের আবেদন আগৈলঝাড়ায় উপজেলা যুবলীগের কমিটিতে পদ পেতে ১৪০ জনের আবেদন - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় উপজেলা যুবলীগের কমিটিতে পদ পেতে ১৪০ জনের আবেদন

3:57 pm , March 9, 2023

দুই-একদিনের মধ্যেই গঠন
কেএম আজাদ রহমান, আগৈলঝাড়া ॥ আগৈলঝাড়ায় উপজেলা যুবলীগের কমিটিতে পদ পেতে ১৪০ জন আবেদন জমা দিয়েছেন। উপজেলা যুবলীগ কমিটি গঠনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গত ৮ মার্চ জমা দানের শেষ দিনে রাত পর্যন্ত নেতা-কর্মীরা আবেদনপত্র জমা দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি পদে ৭ জন, সহ-সভাপতি পদে ২২ জন, সাধারন সম্পাদক পদে ১৩ জন, যুগ্ন-সাধারন সম্পাদক পদে ১৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে সর্বাধিক ৩১ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, ক্রীড়া সম্পাদক পদে ৫ জন, সমাজকল্যান সম্পাদক পদে ৩জন, ধর্মবিষয়ক সম্পাদক পদে ৫ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ২ জন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে ৪ জন, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক পদে ২ জন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ৩ জন, কৃষি বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-সম্পাদক পদে ৮ জন ও অন্যান্য পদে ৯ জনসহ ১৪০ জন আবেদন করেছেন। জানা গেছে দুই একদিনের মধ্যে আগৈলঝাড়া উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হবে। ইতিমধ্যেই সভাপতি প্রাথী হিসেবে যারা আবেদন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রাথী হচ্ছেন উপজেলা যুবলীগ সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, যুবলীগ নেতা নাইম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জমান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন খলিফা, শহিদ তালুকদার ও আব্দুর রাজ্জাক শেখ। সাধারন সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সাবেক ছাত্রলীগ নেতা পিযুষ বাড়ৈ, মিঠুন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন পাইক, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি বরুন কুমার বাড়ৈ, উপজেলা যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, সাবেক ছাত্রলীগ নেতা উত্তম সিমলাই, আসাদুজ্জামান রাব্বি, সোহাগ ভুইয়া ও রাসেল সরদার, সাংগঠনিক সম্পাদক পদে যারা আবেদন করেছেন তারা হলেন সাবেক ছাত্রলীগ নেতা মানিক সেরনিয়াবাত, সুব্রত শেখর মন্ডল সুভ্র, সজল খলিফা, মলয় বিশ্বাস, স্বপন বৈদ্য, ও রুহুল আমিন ফড়িয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শংকর বিশ্বাস, তথ্য ও গবেষনা সম্পাদক পদে জগদীশ মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক পদে ললিতা সরকার বৃষ্টি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইমরান হোসেন নান্টু ও সদস্য পদে সমীর বিশ্বাস অভয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT