3:55 pm , March 9, 2023
বিশেষ প্রতিবেদক ॥ কোলকাতা হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী সস্ত্রীক গৌরনদীর বার্থী গ্রামে তার পূর্ব পুরুষের বসত ভিটায় ঘুরে গেছেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তিনি পৈত্রিক ভিটায় এসে স্থানীয় মানুষের সংবর্ধনা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী সড়ক পথে ঢাকা থেকে গৌরনদীর বার্থীতে পৌছে প্রায় ৪শ বছওরের পুরনো তারা মন্দিরে পৌছে সেবা ও পূজা পার্বন শেষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। পর তিনি বার্থী গ্রামে তার পূর্বপুরুষের বসত ভিটা মধু রায় চৌধুরীর বাড়িতে যান। স্ত্রী ও ঘনিষ্ট বন্ধুকে সাথে নিয়ে তিনি ওই বাড়ির চারপাশ ঘুরে দেখেন। তার পূর্ব পূরুষগন বার্থী এলাকার জমিদার ছিলেন। পূর্ব পূরুষদের ফেলে যাওয়া সাড়ে ৪শ একর জমি ও বাড়ি এখন বেশ কিছু অবৈধ দখলদারদের দখলে রয়েছে।
বাড়ির চারপাশ ঘুরে বিচারপতি বলেন ‘এটাতো নিজের শেকড়ে ফেরা। খুব ভাল লাগছে, এ এক অপূর্ব অনুভূতি। যা বলে বোঝানো যাবে না’।
বাড়ি ঘুরে দেখার পর পূনরায় তিনি মন্দির অঙ্গনে ফিরে দুপুরের খাবার গ্রহন করেন। বিকেলে বার্থী এলাকা থেকে বিদায় নিয়ে আগৈলঝাড়া উপজেলার গৈলায় মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত প্রতিষ্ঠিত মনসা মন্দির ঘুরে দেখেন। সেখান থেকে বিকেলে নগরীতে ফিরে রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী শুক্রবার ঢাকা থেকে কোলকাতায় ফিরে যাবেন বলে জানা গেছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রটোকল অফিসার সুকুমার পাল সহ এ সফরকালে বিচারপতি চৌধুরীর সফর সঙ্গী ছিলেন তার স্ত্রী অনুরাধা রায় চৌধুরী ও ঘনিষ্ট বন্ধু আইনজীবি চন্দন মিত্র ।