পলিথিনঃ এ যেন এক সভ্য অভিশাপ  পলিথিনঃ এ যেন এক সভ্য অভিশাপ  - ajkerparibartan.com
পলিথিনঃ এ যেন এক সভ্য অভিশাপ 

3:54 pm , March 9, 2023

বিশেষ প্রতিবেদক ॥ ‘পলিথিন’ যাকে আমরা কোন ভাবেই জীবন থেকে বাদ দিতে পারছি না। চারদিক তাকালেই যেন এর যত্রতত্র ব্যবহার চোখে পড়ে। আমরা সবাই এর কুফল সম্পর্কে জানি। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ভাবে প্রতিনিয়ত পলিথিনের ব্যবহার হচ্ছে। ব্যবহৃত পলিথিন ফলে ড্রেন, নর্দমা, খাল ভরে জলাবদ্ধতা সৃষ্টি করছে। আর এ কারনে নগরীতে বৃদ্ধি পাচ্ছে মশা মাছি সহ নানা পোকা মাকড়, যা বিভিন্ন রোগের সৃষ্টি করছে।  নগরীর প্রতিটি ছোট দোকান থেকে শুরু করে এমনকি সুপারসপগুলোতে এর ব্যবহার চোখে পড়ার মত। পলিথিন নিষিদ্ধ থাকলেও বিক্রেতা এমনকি ব্যবহারকারীরা যেন কোন কিছুর তোয়াক্কাই করছে না।
বিগত সময় প্রশাসন পলিথিন বিক্রির উপরে নিষেধাজ্ঞা দিয়ে থাকলেও ব্যবহারকারীর উপর কোন নিষেধাজ্ঞা প্রয়োগ করেনি। কিছুদিন পূর্বেও নগরীর চৌমাথা বাজার, নতুন বাজার, সাগরদী বাজার, রুপাতলী ইত্যাদি বাজারগুলো জেলা প্রশাসনের উদ্যোগে পলিথিন মুক্ত বাজার ঘোষণা করা হলেও এখন তা কেউই মানছে না।
এই পলিথিন ব্যবহারের ফলে বর্তমানে পাটের ব্যাগ, কাগজের ব্যাগ বিলুপ্তির পথে। বছরে দু একবার পলিথিনের ব্যাপারে কর্তৃপক্ষের উদ্যোগ থাকলেও ব্যবসায়ী এবং ব্যবহারকারীরা যেন বেপরোয়া, কোন কিছুই যেন তাদের যায় আসেনা।  ঢাকা এখন পরিবেশ দূষনে বিশ্ব তালিকায় শীর্ষ স্থান দখল করে আছে। তবে বরিশালেও যদি এমন চলতে থাকে তাহলে অবস্থার অবনতি ঘটতে বেশি সময় লাগবেনা। তাই কর্তৃপক্ষের জোরালো দৃষ্টি আর্কষন করছি।  অতিস্বত্তর যদি ব্যবস্থা নেওয়া না হয় তবে অবস্থা দিন দিন ভয়াবহ হয়ে উঠবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT