দেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর ভূমিকা অভূতপূর্ণ: পুলিশ কমিশনার দেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর ভূমিকা অভূতপূর্ণ: পুলিশ কমিশনার - ajkerparibartan.com
দেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর ভূমিকা অভূতপূর্ণ: পুলিশ কমিশনার

3:51 pm , March 9, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহানগর পুলিশের আয়োজনে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় মহানগর পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় প্রধান অতিথি পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, এদেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর ভূমিকা অভূতপূর্ণ। অনেক ক্ষেত্রে সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক বৈষম্য এবং নিরাপত্তাহীনতা সত্ত্বেও নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে সমান ভূমিকা রেখে আসছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে নারীর অবস্থার উন্নতি হচ্ছে। যদিও আমাদের সমাজে নারী-পুরুষ সমতা অর্জনের পথে পশ্চাৎমুখী দৃষ্টিভঙ্গি এক বিরাট বাধা। শিক্ষায় নারীর আরও অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজের সর্বক্ষেত্রে নারির প্রতি সার্বিক দৃষ্টিভঙ্গিতে অবশ্যই পরিবর্তন আসবে বলে আমাদের বিশ্বাস। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মোহাম্মদ নজরুল হোসেন, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, এনজিও আভাসের পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT