দেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর ভূমিকা অভূতপূর্ণ: পুলিশ কমিশনার দেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর ভূমিকা অভূতপূর্ণ: পুলিশ কমিশনার - ajkerparibartan.com
দেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর ভূমিকা অভূতপূর্ণ: পুলিশ কমিশনার

3:51 pm , March 9, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহানগর পুলিশের আয়োজনে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় মহানগর পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় প্রধান অতিথি পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, এদেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর ভূমিকা অভূতপূর্ণ। অনেক ক্ষেত্রে সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক বৈষম্য এবং নিরাপত্তাহীনতা সত্ত্বেও নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে সমান ভূমিকা রেখে আসছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে নারীর অবস্থার উন্নতি হচ্ছে। যদিও আমাদের সমাজে নারী-পুরুষ সমতা অর্জনের পথে পশ্চাৎমুখী দৃষ্টিভঙ্গি এক বিরাট বাধা। শিক্ষায় নারীর আরও অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজের সর্বক্ষেত্রে নারির প্রতি সার্বিক দৃষ্টিভঙ্গিতে অবশ্যই পরিবর্তন আসবে বলে আমাদের বিশ্বাস। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মোহাম্মদ নজরুল হোসেন, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, এনজিও আভাসের পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT