জি-মরফিনসহ স্বামী-স্ত্রী আটক জি-মরফিনসহ স্বামী-স্ত্রী আটক - ajkerparibartan.com
জি-মরফিনসহ স্বামী-স্ত্রী আটক

3:50 pm , March 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জের রহমতপুর বাসষ্ট্যান্ড থেকে নেশাজাতীয় ইনজেকশন জি-মরফিনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহষ্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন রহমতপুর বাস স্টান্ডে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় ঢাকা-বরিশালগামী গোল্ডেন লাইন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ইসরাত জাহান (২৪) ও তার স্বামী ইশতিয়াক আহমেদ খানকে (২৫) ১০০ এ্যাম্পুল জি-মরফিন ইনজেকশসহ আটক করা হয়। আটককৃতরা নগরীর গগন গলি এলাকার বর্তমান বাসিন্দা। এ ঘটনায় আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মামলা দায়ের  প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT