আজ বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রিইউনিয়ন আজ বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রিইউনিয়ন - ajkerparibartan.com
আজ বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রিইউনিয়ন

3:49 pm , March 9, 2023

বিশেষ প্রতিবেদক ॥ সরকারি ব্রজমোহন (বিএম কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রিইউনিয়ন আজ, ১০ই মার্চ। সকাল ৯ টায় এই বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন করবেন বিএম কলেজের সাবেক ভিপি, সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিএম কলেজ ক্যাম্পাসে রাষ্ট্রবিজ্ঞান অনুষদের সাবেক ও বর্তমান হাজারো শিক্ষার্থীদের উপস্থিতিতে এই আয়োজনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল সাড়ে ৯ টায় উদ্বোধন ও র‌্যালীর নেতৃত্ব দেবেন জাহাঙ্গীর কবির নানক। এরপর চলবে নানান উৎসবমুখর আয়োজন। খানাপিনা, খেলাধুলা ও আলোচনা স্মৃতিচারণ। সংসদ সদস্য সুলতানা নাদিরার সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আলআমিন সরোয়ার। দিনব্যাপী এই আয়োজনে স্বাগত বক্তা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মোঃ গাউস মোসাদ্দিক এবং রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক নজরুল হক নিলু। এই আয়োজনের আহবায়ক বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন খান আলো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কারনে সার্বিক দায়িত্ব পালন করছেন সদস্য সচিব আকতার উদ্দিন চৌধুরী। উৎসবকে ঘিরে বিএম কলেজ ক্যাম্পাস নববধু সাঝে সজ্জিত করা হয়েছে। দীর্ঘদিন পর কলেজ বন্ধু ও সহপাঠীদের সাথে আবার দেখা হবে এই আনন্দে নির্ঘুম রাত পাড় করছেন আয়োজক ও রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT