মঠবাড়িয়ায় পাওনা টাকা আদায় মাদ্রাসার সুপারকে মারধর মঠবাড়িয়ায় পাওনা টাকা আদায় মাদ্রাসার সুপারকে মারধর - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় পাওনা টাকা আদায় মাদ্রাসার সুপারকে মারধর

4:05 pm , March 8, 2023

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসা সুপারের কাছ থেকে পাওনা টাকা আদায়ে অফিস কক্ষে ঢুকে এলোপাথি কিল, ঘুষি ও মারধর শেষে মাদ্রাসার হাজিরা খাতা নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলা ছোট শৌলা শাহাদাৎ হোসেন দাখিল মাদ্রাসায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার সুপারকে উদ্ধার করেন। মাদ্রাসার সুপার মাওলানা মোস্তাফা কামাল জানান, ছোট শৌলা গ্রামের মৃত আঃ জব্বার হাওলাদারের পুত্র মোঃ জুয়েল হাওলাদার বিধি বর্হিভূত ভাবে মাদ্রাসার নিরাপত্তাকর্মী পদে চাকুরীর জন্য আমার উপর বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে আসছিলো। কিন্তু আমি বিধি বর্হিভুত ও গোপনে তাকে চাকুরী দিতে রাজি না হওয়ায় জুয়েল প্রায়ই আমাকে বিভিন্ন রকম হুমকি প্রদান করে। এঘটনায় তিনি রবিবার জুয়েলের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানান। পরে তিনি মাদ্রাসায় গেলে জুয়েল তার অফিস কক্ষে ঢুকে তাকে এলোপাথারি কিল, ঘুষি ও চরথাপ্পর মারে। এসময় জুয়েলের ভাই সোয়েব চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করে। এব্যাপারে অভিযুক্ত জুয়েল জানান, আমাকে ও আমার বড় ভাইয়ের স্ত্রীকে মাদ্রাসায় চাকুরী দেওয়া কথা বলে সুপার মোস্তফা কামাল ১২ লাখ টাকা নিয়েছেন। কিন্তু আমাদের চাকুরী না দিয়ে সুপার তালবাহানা করে। তবে মাদ্রাসার সুপার মোস্তফা কামাল বলেন, জুয়ের সাথের টাকার লেনদেন আছে। তবে চাকুরীর ব্যাপারে নয় এবং ১২ লাখের কথাও সত্য নয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT