4:01 pm , March 8, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ৭ই মার্চ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দী দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি আয়োজনে মঙ্গলবার সন্ধায় দলীয় কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবিরের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর যুগ্ম আহবায়ক সাবেক বিসিসি কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান টিপু, মহানগর বিএনপি সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর সদস্য সাইফুল আনাম বিপু, মহানগর সদস্য মঞ্জুরুল আহসান জিসান, মহানগর শ্রমিকদল সদস্য সচিব শহিদুল ইসলাম, ওয়ার্ড বিএওনপি নেতা নওসের আহমেদ নান্টু, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আলম, মহানগর যুবদলের পক্ষে বক্তব্য রাখেন মুরাদুল ইসলাম হিমেল, মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড. রেজাউল করিম রনি। এসময় মহানগর বিএনপির সদস্য সহ বিভিন্ন ওয়ার্ড নেতবৃবৃন্দ ও সহযোগী সংগঠন সদস্যরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।