বরিশালে যথাযথ মর্যদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত বরিশালে যথাযথ মর্যদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত - ajkerparibartan.com
বরিশালে যথাযথ মর্যদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

3:55 pm , March 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিসিসি মেয়র সহ জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং নগরীর বিভিন্ন ওয়ার্ড সভাপতি সম্পাদক সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ঐতিহাসিক ৭ই মার্চ কর্মসূচি পালন উপলক্ষে দিনভর নগরীর বিভিন্নস্থানে নানা কর্মসূচি পালন করে। মঙ্গলবার (৭ই) মার্চ সকাল ১০ টায় নগরীর শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ অব্দুর রব সেরনিয়াবাদের প্রতিকৃতিতে প্রথমে বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, অধ্যাপক ফরিদুল আলম, এ্যাড. মুনসুর আহমেদ, মোহাম্মাদ হোসেন চৌধুরী, এ্যাড. আব্দুল কাদের, এ্যাড. মুনসুর আহমেদ, অধ্যাপক জাকির হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাহাব আহমেদ, এ্যাড. ফয়জুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এরপরই বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতেৃত্বে বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন, বিসিসি নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, সাধারন সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, হাসান মাহমুদ বাবু, এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, মনির মোল্লা, সহ বিভিন্ন মহানগর নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ নগরের ওয়ার্ড আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যলয়ে ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন ও স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য ধরে আলোচনা সভায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঐতিহাসিক ৭ই মাচ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আয়োজনে সোহেল চত্বরে বিকেলে সহ নগরের ত্রিশটি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ভাষন সম্প্রচার করা হয়। অন্যদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভাগীয় প্রশাসন, বিএমপি কমিশনার, জেলা প্রশাসনের এর শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০ বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্থাবক অর্পণ করে গভির শ্রদ্ধা নিবেদন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT