নগরীতে গভীর রাতে মাতাল ড্রাইভার গাড়ি উঠিয়ে দিলেন আ’লীগ অফিসে! নগরীতে গভীর রাতে মাতাল ড্রাইভার গাড়ি উঠিয়ে দিলেন আ’লীগ অফিসে! - ajkerparibartan.com
নগরীতে গভীর রাতে মাতাল ড্রাইভার গাড়ি উঠিয়ে দিলেন আ’লীগ অফিসে!

3:54 pm , March 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে মধ্য রাতে বেপরোয়া গতির একটি গাড়ি সড়ক দূর্ঘটনার শিকার হয়েছেন। জানা যায়, ৭ মার্চ মধ্যরাত ১ টায় নগরীর গোড়া চাঁদ দাস রোডে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে সাথে ধাক্কা লাগে, এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে থাকা তিনজনই মদ্যপান করে নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন। বেপরোয়া গড়িতে গাড়ি চালিয়ে মোড় ঘুরতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে বলেও জানায় তারা। হাসান নামে ওই গাড়ির চালক জানান গাড়িটি এবিসি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের। দূর্ঘটনায় গুরুতর আহত নগরীর নবগ্রাম রোড এলাকার আল আমিন ও কুদঘাটা এলাকার রিয়াদকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করা কোতোয়ালি মডেল থানার এক উপ-পুলিশ পরিদর্শক মো: হাসান ও মো: রাকিব জানান দূর্ঘটনার কারন নিশ্চিতের চেষ্টা চলছে। গাড়িটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলেও জানান তারা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT